আবু বক্কর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বিভিন্ন জনসমাগম স্থানে মাস্ক বিক্রির ধুম পরে গেছে। বর্তমান সময়ে সারা বিশ্বে বহুল আলোচিত করোনা ভাইরাস প্রতিরোধের জন্য মাস্ক ব্যবহার অপরিহার্য হওয়ার কারণে সান্তাহার পৌরসভার সকল এলাকায় লোকজন মাস্ক কেনার জন্য আসছে। মার্কেট ও দোকান পাট বন্ধ থাকার কারণে রাস্তার মোড়ে, মার্কেটের সামনে, ফুটপাতে, ফেরি করে বিভিন্ন জনসমাগম স্থানে লোকজন মাস্ক কেনার জন্য ভীড় করছে। সান্তাহার পৌরসভার পোশাক শিল্পের কারিগররা মাস্ক তৈরি করার কারণে চাহিদার তুলনায় অনেক বেশি পাওয়া যাচ্ছে। যার ফলে মাস্কের দামটাও লোকজনের হাতের নাগালেই আছে। সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী বিক্রি হচ্ছে। ক্রেতাগণ বলছেন, দাম খুব বেশি মনে হচ্ছেনা, আর সব জায়গাতে পাওয়া যাচ্ছে। আমাদের কোনো সমস্যা হচ্ছেনা। বিক্রেতারা বলছেন, তারা খুবই সীমিত লাভে মাস্ক বিক্রি করছেন। এতে করে তাদের ব্যবসা ও হচ্ছে আবার জনগণের সেবাও করা হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে করোনো ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম হবো।
Check Also
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল …