আবু বক্কর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার ‘মুজিব বর্ষের অঙ্গিকার,পুলিশ হবে জনতার’ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়া জেলা পুলিশের সহোযোগিতায় আদমদীঘি থানা পুলিশের উদ্যোগে বর্তমানে সারা বিশ্বের আলোচিত ভাইরাস করোনা সংক্রান্ত গণ সচেতনতার জন্য আদমদীঘি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জনসমাগম স্থানে লিফলেট বিতরণ করে আদমদীঘি থানা পুলিশ। পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য ভাইয়েরা মিলে জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য বিভিন্ন যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। পুলিশ সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশ জনগণের বন্ধু, তাছাড়া এটা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এই মারাত্মক ক্ষতিকর ভাইরাস সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার, তাহলেই আমরা নিজেকে সুস্থ রাখতে পারবো ইনশাআল্লাহ।
Check Also
আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী
বাঙালি বার্তা ডেস্কঃ আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক …