নদীর নাম বাঙালি, তীরবর্তী মানুষও জাতিতে বাঙালি। স্রোতস্বিনী বাঙালির বুকে দামাল কিশোরের দুরন্তপনা, ক্লান্ত কৃষকের জল গ্রহণ, জেলের মাছ আহরণ, পল্লী বধূর অবগাহন-এসবই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে বাঙালি জাতিসত্তার মিথে। এ মিথ সদাই শাণিত করছে আমাদের চেতনাকে। বাঙালি নদীর ও বাঙালি জাতিসত্তার সে বাঙালিয়ানাকে তুলে ধরতে, প্রতিনিয়ত ঘটে যাওয়া …
প্রকাশকঃ মোঃ শাখাওয়াত হোসেন সম্পাদকঃ ইকবাল কবির লেমন উপ-সম্পাদকঃ এম এম মেহেরুল প্রধান কার্যালয় : শাখাওয়াত হোসেন এডুকেশন কমপ্লেক্স, মেছট, সাঘাটা, গাইবান্ধা। আঞ্চলিক কার্যালয়ঃ বাড়ি নং ১৬, আগুনিয়াতাইড় (মাস্টারপাড়া), সোনাতলা পৌরসভা, বগুড়া। ই-মেইলঃ bangalibarta18@gmail.com মোবাইলঃ 01714-402868 (সম্পাদক)