ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ লোকসঙ্গীত গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আলোর প্রদীপ সম্মাননা-২০১৯ এ ভূষিত হলেন কবি-লেখক ও লোকসঙ্গীত গবেষক সিকতা কাজল। শনিবার বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলা হলরুমে এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। কবি সিকতা কাজলের হাতে সম্মাননা ক্রেস্ট, সম্মাননাপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। কবিকে উত্তরীয় পরিয়ে দেন ২০১৮ সালের আলোর প্রদীপ সম্মাননাপ্রাপ্ত ও বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন। এ সময় উপস্থিত ছিলেন সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল, আলোর প্রদীপের উপদেষ্টা মোখলেছুর রহমান, পৌর কাউন্সিলর ও সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল, ২০১৮ সালের আলোর প্রদীপ সম্মাননাপ্রাপ্ত গুণীজন ও হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ, আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরুল।
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …