আল আমিন, বিনোদন প্রতিনিধিঃ গীতিকার আনিছ চৌধুরীর কথায় উদীয়মান কন্ঠশিল্পী শামীম শাহ নিয়ে আসছে ঈদকে সামনে রেখে খুবই পরিচিত কোন ইউটিউব ব্যানার থেকে ‘‘আত্নারই বন্ধন’’। গানটি সুর করেছেন আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী ডি.কে.সুমন।সংগীতায়োন করেন বতমান সময়ে আলোচিত সংগীত পরিচালক অয়ন চাকলাদার ।ইতিমধ্যে গানটির অডিও কাজ সম্পূণ হয়েছে অল্প কয়েকদিন মধ্যেই আত্মারই বন্ধন গানটির ভিডিও নিয়ে আসছে ভক্তশ্রোতাদের জন্য।
শামীম বলেন, গানটি সকলের হৃদয় ছুঁয়ে যাওয়ার মত করেই করেছি,গানটির কথা গুলো ছিলো চমৎকার। অসংখ্য ধন্যবাদ আনিছ চৌধুরীকে আমাকে এমন সুন্দর একটি গান উপহার দেবার জন্য।গানটি নিয়ে শিল্পী শামীম শাহ্ খুব আশাবাদী গানটি জনপ্রিয়তা লাভ করবে বলেও তিনি বিশ্বাস করেন।সুরটা ও ছিলো হৃদয় ছোঁয়ার মত ছোট ভাই ডি,কে সুমন সুরটা করেছেন চমৎকার।সঙ্গীত নিয়ে আর কি বলবো অয়ন চাকলাদার ভাইয়ার হাতের স্পর্শ পেয়ে আত্মারই বন্ধন গানটি সত্যিই হৃদয় জুড়িয়ে দিয়েছেন মিউজিকে।।সব মিলিয়ে গানটি আমার বিশ্বাস গানটির ভালো কিছু হবে।সবাই দোয়া করবেন আমাদের জন্য।থাকুন বাংলা গানের সাথে চোখ রাখুন আমাদের পেইজে।