মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির উদ্যোগে সোমবার শহরের বনানীস্থ সমিতির কার্যালয়ে উত্তরবঙ্গ ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার পরিচালক আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার উপপরিচালক আখরুজ্জামান টুকু। বগুড়া জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমএস এম আতিকুর রহমান বাদলের পরিচালনায় সভায় শাজাহানপুর উপজেলা সভাপতি আলহাজ¦ তোফাজ্জল হোসেন শাহান সহ সমিতির নেতৃবৃন্দ ও রাজশাহী বিভাগের ৮ জেলার ভাটা মালিকগন উপস্থিত ছিলেন। সভায় পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপনে ভাটা মালিকদের সহযোগিতা কামনা করে পরিবেশ অধিদপ্তর। ভাটা মালিকরা সরকারকে সহযোগিতার আশ্বাস দেন।
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …