আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ এ রাজশাহী বিভাগীয় পর্যায়ে একক অভিনয় বিষয়ে প্রথম ও আবৃত্তি বিষয়ে তৃতীয় স্থান অধিকার করেছে বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র জুনাইদ আমিন অপূর্ব।একক অভিনয়ে রাজশাহী বিভাগের প্রতিনিধি হিসেবে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে সে। চঞ্চল , দূরন্ত ও মেধাবী জুনাইদ আমিন অপুর্বের এ সাফল্যে ইতোমধ্যেই তাকে অভিনন্দন জানিয়ে পুরস্কৃত করেছেন সোনাতলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। অপূর্বর বাবা তহুরুল আমীন ও মা জুলেখা বেগম তার এই সাফল্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম,স্কুলের শিক্ষকদের পাশাপাশি সোনাতলা খেলাঘর আসরের সমন্বয়ক মহসীন আলী তাহার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অপূর্বর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন, তার বোন আবৃত্তি শিল্পী মাইশা মাহজাবিন মেঘলা,সোনাতলা খেলাঘর আসরের সমন্বয়ক মহসীন আলী তাহা, আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল,হাসনাহেনা খেলাঘর আসরের সভাপতি সিজুল ইসলাম,আলোর প্রদীপ খেলাঘর আসরের সভাপতি কাজী হাফিজ আল আনাম,পারুলতলা খেলাঘর আসরের সভাপতি মোঃ আতাউল সানি ।
Check Also
বিশ্বের তৃতীয় বৃহৎ আপেল আমদানিকারক দেশের তালিকায় বাংলাদেশ
বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম আপেল আমদানিকারক দেশে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতা …