একটু অবকাশ পেলে
তোমার হাত ধরে হাড়িয়ে যেতাম
দূরের কোন মেঠোপথে,সবুজ ঘাসের উপরে হাঁটতাম নগ্নপায়ে…
একটু অবকাশ পেলে
নীল শাড়ীর আর খোঁপায় গাঁজরাফুলের মালা গেঁথে তোমার বাইকে চেপে শহরের
কংক্রিটের দেয়াল ছাড়িয়ে যেতাম গন্তব্যহীন পথে….
একটু অবকাশ পেলে
গোধূলীর রক্তিম সূর্য টা রাত্রীর বুকে অস্ত
গেলে হাতধরে তোমার বুকে অবাধ্য খোলাচুলের মাথাটা রেখে গান গাইতাম,
কিংবা…… চুপচাপ আকাশের গায়ে জ্বলজ্বল করে থাকা শুকতারা দেখতাম..
একটু…..
শুধু একটু অবকাশ পেলে
আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমার হৃদয়টাকে ভিজিয়ে দিতাম তুমুল বর্ষনে,
আমার অজস্র স্বপ্ন আর নিজস্ব সত্তা দিয়ে
বেঁধে ফেলতাম সারাজীবনের জন্য তোমাকে,
আমার আটপৌড়ে শাড়ীর আঁচলে…….
একটু অবকাশ পেলে,একটু অবকাশ পেলে.