মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধি : এপেক্স ক্লাব অব বগুড়ার উদ্যোগে সোমবার বিকালে ঐতিহাসিক সাতমাথা এলাকায় করানো ভাইরাস হতে মুক্ত হওয়ার জন্য সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি এপে: মোঃ আব্দুল ওয়াদুদ, আইপিপি এপে: এ্যাড: গোলাম মোস্তফা জিয়ন, সাবেক সভাপতি এপে: মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এপে: এ্যাড. ফেরদৌসী আক্তার রুনা, সেক্রেটারী এন্ড ডিএনই এপে: মোঃ রেজাউল করিম, সেবা পরিচালক এপে: মোঃ আরিফুল রহমান সুজন, এপে: এ্যাড. নুরুল ইসলাম আকন্দ, এপে: এ্যাড: সাইফুল ইসলাম, এপে: প্রতীক ওমর, এপে: কহিনুর খানম, এপে: সেলিনা আক্তার বিউটি প্রমুখ। উল্লেখ্য, করানো ভাইরাস সারা বিশে^ বর্তমানে মহামারি আকার ধারণ করেছে তাই সবাইকে নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। তারই ধারাবাহিকতায় এপেক্স ক্লাব অব বগুড়া ঐতিহাসিক সাতমাথা সহ শহরের বিভিন্ন এলাকায় ২০০০ লিফলেট বিতরণ করেন।
প্রচ্ছদ / বগুড়ার খবর / এপেক্স ক্লাব অব বগুড়ার উদ্যোগে সাতমাথায় করোনা ভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ
Check Also
সোনাতলায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারঃ দুই চোর আটক
বাঙালি বার্তা ডেস্কঃ বগুড়ার সোনাতলায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আন্ত:জেলা মোটরসাইকেল চোরদলের দুইজন সদস্যকে …