মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : এপেক্স ক্লাব অব বগুড়ার উদ্যোগে রবিবার বেলা ১১টায় বগুড়া জেলা জজকোর্ট প্রাঙ্গনে কম সৌভাগ্যবান শতাধিক ব্যক্তির মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি এপে. এ্যাড. গোলাম মোস্তফা জিয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এলজি পিএনপি এপে. ডা. এএইচএম মুশিহুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিডিজি-৭ এপে. এ্যাড. আমিরুল ইসলাম, লাইফ মেম্বার এপে. আব্দুল মান্নান, বগুড়া বারের সাবেক সাধারণ সম্পাদক এপে. মোজাম্মেল হক, আইপিপি এপে. মো. শফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মো. আব্দুল ওয়াদুদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এ্যাড. ফেরদৌসী আকতার রুনা, সেক্রেটারী এন্ড ডিএনই এপে. আহসান হাবিব সেলিম, সার্ভিস ডিরেক্টর এপে. নুরুল ইসলাম আকন্দ, এপে. এ্যাড. সুফিয়া বেগম কহিনুর, এপে. রেজাউল করিম, এপে. কহিনুর খানম, এপে. শাহিন, এপে. সেলিনা আকতার বিউটি প্রমুখ।
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …