ইকবাল কবির লেমন,বাঙালি বার্তাঃ বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান ও তার সহধর্মিনী সাহাদারা মান্নান শিল্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সোনাতলা থেকে বিপুল ভোটে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু, সহ-সভাপতি ও তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান সামসুল হক মাস্টার,সহ-সভাপতি ও সায়িাকান্দী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন, যুগ্ম সম্পাদক ও পৌর প্যানেল মেয়র তাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক জান্নাতুল ফেরদৌসী রুম্পা, কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, তরিকুল ইসলাম,আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন লাজু ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান রতন। এ সময় সংসদ সদস্য আব্দুল মান্নান সোনাতলার উন্নয়নে তার কর্ম প্রচেষ্টা অব্যাহত রাখার কথা এবং উপজেলা প্রশাসনকে সর্বতো সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রচ্ছদ / বগুড়ার খবর / এমপি আব্দুল মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাড. লীটন
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …