আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় চুরি যাওয়া একটি মোটর সাইকেল সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার তৎপরতায়, গ্রাম পুলিশ নির্মলের চেষ্টায় আধঘন্টার মধ্যে উদ্ধার হয়েছে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন কাঠ ফাড়াই মিলের পাশে নিজ বাসার সামনে বাজাজ ডিসকভার ১২৫ সিসি কালো-লাল রঙের মোটর সাইকেল রেখে সৌদি প্রবাসী আবু হেলাল মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়ির সামনে এসে মোটর সাইকেলটি দেখতে না পেয়ে আবু হেলাল সংগে সংগে বিষয়টি থানা পুলিশকে জানান। এরপরই শুরু হয় তৎপরতা। ওসি রেজাউল করিম রেজার নেতৃত্বে চৌকস সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলি, এসআই আব্দুল গফুর, আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এবং গ্রাম পুলিশের সমন্বয়ে রাস্তায় রাস্তায় চেক পোষ্টের ব্যবস্থা করা হয়।। চেক পোষ্টে থাকা বালুয়াহাট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নির্মল মোটর সাইকেলের নাম্বারের ডিজিট ফলো করে মোটর সাইকেল নিয়ে সন্দেহভাজন এক মোটর সাইকেল আরোহীকে ধাওয়া করে। এক পর্যায়ে বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্দেহভাজন আরোহী মোটরসাইকেলটি রেখে দ্রুত পালিয়ে যায়। নির্মল থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলীকে দু’জন মোটর সাইকেল আরোহী মোটরসাইকেল রেখে পালিয়ে যাওয়ার কথা জানায়। সংগে সংগে ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে মোটর সাইকেলটি মালিক আবু হেলালের কাছে হস্তান্তর করা হয়।
মাত্র আধঘন্টার মধ্যে গ্রাম পুলিশের সহযোগিতায় মোটর সাইকেলটি উদ্ধারের ঘটনায় সোনাতলা থানা পুলিশ ও গ্রাম পুলিশদের প্রশংসা করছেন সাধারণ মানুষ। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর অব্যাহত পারদর্শিতা প্রত্যাশা করেছেন।
প্রচ্ছদ / বগুড়ার খবর / ওসি রেজার তৎপরতায় গ্রাম পুলিশ নির্মলের চেষ্টায় আধঘন্টার মধ্যে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার
Check Also
সারিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাহাদত জামান: বগুড়া সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। …