ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের চেয়ারগ্রামে কবর খুড়ে লাশ নিয়ে পালাবার সময় এলাকা বাসীর হাতে আটক হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয় আটক খালেকুর রহমান (২৮) পিতা মৃত আঃ মজিদ সাং কাপাসিয়া মধ্যপাড়ার বাসিন্দা । এলাকা বাসীর সূত্রে জানা যায় লাশটি মৃত আলহাজ্ব ছফের উদ্দিনের আজ ভোর সাড়ে ৪ টায় কবর খুড়ে মৃতদেহ ভ্যানে করে নিয়ে পালাবার পথে দামোদরপুর জামে মসজিদের সামনে এলাকাবাসী আসামি এবং থানায় অবহিত করলে থানা পুলিশের এসআই আরিফ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামি কে হেফাজতে নেয়। পরে মৃতের আত্নীয়- স্বজন এবং এলাকাবাসী মৃতদেহটি পুনরায় কবরস্থ করে।
ধারনা করা হচ্ছে, এই আসামি খালেকুর তান্ত্রীজ ও কালোজাদু জাতীয় কোন কাজের উদ্দেশ্য গলিত মৃতদেহের কোন অংশ নেয়ার জন্য এই অমানবিক কাজ করছিলো। এই আসামি ইতিপূর্বে বৌকে হত্যার চেষ্টা মামলার আসামি হিসাবে কোর্টে প্রেরণ করা হয়েছিলো। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে।