১৬ ই ডিসেম্বর পূব আকাশে
উঠলো সোনার রবি
চারদিকে দেখছি শুধু বিজয় বিজয় ছবি।
বাংলা হতে বিদায় নিল
পশ্চিমা শাসক গোষ্ঠী
স্বাধীনতা পেল মানুষ
হলো নতুন দেশের সৃষ্টি।
এক সাগর রক্তের বিনিময়ে
দেশ হলো স্বাধীন
লাল সবুজের পতাকা
আকাশে উড়ছে প্রতিদিন।
Check Also
শিক্ষার্থীদের মাঝে আলোর প্রদীপ সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার (১৭ জুন) বিকালে আলোর প্রদীপ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে “বাহার উদ্দিন দরিদ্র …