বাঙালি বার্তা ডেস্কঃ সোনাতলার করোনাযোদ্ধা নাহিদ হাসান জিতু করোনা জয় করেছেন। বুধবার দ্বিতীয়বারের নমুনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ এসেছে। বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছে।
করোনাযোদ্ধা নাহিদ হাসান জিতু করোনা জয় করায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল, সোনাতলা থিয়েটারের সাধারণ সম্পাদক শিমন আহম্মেদ বাদল, ভোর হলোর সভাপতি শাহাদতজামান শাহীন, আলোর প্রদীপের সাবেক চেয়ারম্যান এম এম মেহেরুল,বাঙালি বার্তার স্টাফ রিপোর্টার আব্দুর রাজ্জাক, পরিবেশ উন্নয়ন পরিবারের সভাপতি ইমরান এইচ মণ্ডল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ, যুবলীগ নেতা উতপল কর্মকার, ছাত্রলীগ নেতা নুরুন্নবী, উন্মেষ অনলাইন সাহিত্য ম্যগাজিন সম্পাদক সাজেদুর আবেদীন শান্ত ও দুর্জয় সদস্য মামুনুর রশীদ লিংকন।