ইকবাল কবির লেমনঃ
করোনাযোদ্ধা ইউএনও মোঃ শফিকুর আলম, যিনি মনেপ্রাণে কামনা করেন করোনামুক্ত সুন্দর সোনাতলা । মোঃ শফিকুর আলম দায়িত্ব পালন করছেন বগুড়ার সোনাতলা উপজেলায়। করোনা পরিস্থিতির সূচনালগ্ন থেকে দিনরাত ছুটে চলেছেন গণমানুষের প্রিয় এই প্রশাসনিক কর্মকর্তা। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের সাথে সমন্বয় রক্ষা করে অত্যন্ত নিষ্ঠার সাথে করোনা মোকাবেলায় তিনি ছুটে চলছেন । প্রতিদিন কোয়ারেন্টাইনে থাকা লোকদের সরাসরি গিয়ে যেমন সরকারি সহায়তা পৌঁছে দিচ্ছেন, তেমনি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খুঁজে খুঁজে কর্মহীন মানুষদের বের করে তুলে দিচ্ছেন সরকারের সহায়তা। নিয়মিত বাজার মনিটরিং করে বাজার স্থিতিশীল রাখতে তাঁর প্রচেষ্টা চোখে পড়ার মতো। এ অঞ্চলের সকল ব্যবসায়ী যেন ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রি করে, সেজন্য তিনি ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য সৎ ব্যবসায়ী শনাক্তকরণ ও তাদের সততার সনদপত্রসহ পুরস্কৃত করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে সময় অসময়ে বের হচ্ছেন, আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছেন মানুষকে বাড়িতে রাখতে। গাড়ি থামিয়ে মোড়ে মোড়ে নিজে হ্যান্ড মাইক নিয়ে করোনা সচেতনতায় দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন দিচ্ছেন উদ্দীপনা, প্রেরণা ও সচেতনতা।তাঁর এমন তৎপরতায় আশা জেগেছে সোনাতলার মানুষের। করোনাকে হটিয়ে সুন্দর সোনাতলার স্বপ্ন এখন তাঁদের চোখেমুখে।