আবু বক্কর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরধে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের সাধারণ মানুষের মঙ্গলের জন্য প্রশাসন কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হচ্ছে।পেশাগত দায়িত্ব পালনের জন্য পুলিশ প্রশাসনকে নিতে হচ্ছে বিগত দিনের তুলনায় আরো জোরালো পদক্ষেপ। আর তারই অংশ হিসেবে আজ বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার জংশন স্টেশন এলাকার আশেপাশের সবখানে সান্তাহার রেলওয়ে পুলিশের একটি টিম হ্যান্ড মাইক নিয়ে জনসাধারণকে সচেতন করার জন্য জোরালো ভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। রোববার জিআরপি থানার পুলিশ কর্মকর্তা তারিকুল ইসলামের নেতৃত্বে তাঁর সঙ্গীয় ফোর্স জনগনকে সচেতন করার জন্য রেলগেইট চত্বরে পেশাগত দায়িত্ব পালন করেন। এসময় তাঁরা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে জনসাধারণকে সচেতন হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।
Check Also
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল …