বাঙালি বার্তা ডেস্কঃ মঙ্গলবার বেলা ১১টায় করোনা ভাইরাস প্রতিরোধে হাতে তৈরি ৫০০ মাস্ক ও লিফলেট বিতরণ করেছে শিশু-কিশোর সংগঠন খ সোনাতলা উপজেলা খেলাঘর। সোনাতলা পৌর এলাকার ১নং রেলগেট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও খেলাঘর সোনাতলা উপজেলা শাখার উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য শফিকুর আলম। ৪/৫ জন করে গ্রুপ হয়ে পৌর শহরের বাসস্ট্যান্ড, রেলগেট বটতলা, পিটিআই মোড়, গাজী প্লাজা মোড়, মাদ্রাসা মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে পথচারী, দোকানি, সিএনজি চালক, অটো-ভ্যান চালকসহ নিম্নআয়ের মানুষদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় হ্যান্ডক্লিনার দিয়ে সকল পথচারীর হাত পরিস্কার করা হয়। শেষে উপজেলা খেলাঘর সোনাতলার অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে সর্বসাধারণের জন্য হাত ধোয়ার ব্যবস্থা এবং তা সকলের জন্য উন্মুক্ত করা হয়। মাস্ক ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, ড.এনামুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা খেলাঘর সোনাতলার সভাপতি মহসীন আলী তাহা, সাধারণ সম্পাদক নিপুন চন্দ্র মহন্ত, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ শিহাব, পারুলতলা খেলাঘর আসরের সভাপতি আরিফুল ইসলাম সানি, কার্যকরি সদস্য সঞ্চারি ইসলাম, মেঘলা আক্তার পপি, আহসান কবির, সাব্বির রহমান, সাগর ইসলাম, জারিন হাদিয়া পুনব, শাকিল ইসলাম, মেহেদী হাসান প্রমূখ।
Check Also
ধুনটে নববধুর লাশ উদ্ধারঃ স্বামী পালাতক
রাকিবুল ইসলাম , রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে দুলালী খাতুন (১৬) নামের এক নববধূর লাশ …