ইমরান এইচ মণ্ডল, বাঙালি বার্তাঃ মরণঘাতী করোনা ভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। নির্মল বিনোদনের মাধ্যম খেলাধুলাও এ থেকে রক্ষা পাচ্ছে না। এর প্রভাবে ইতোমধ্যে বিভিন্ন দেশে খেলা বাতিল করা হচ্ছে। করোনার কুপ্রভাব ক্রিকেটেও পড়েছে। ভাইরাসটি থেকে বাঁচতে এবার মাঝপথে সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। সিডনিতে শুক্রবার (১৩ মার্চ) দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ১৫ ও ২০ তারিখ সিডনি ও হোবার্টে শেষ দুটি ম্যাচও দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রভাব এতটাই ভয়ঙ্কর যে মাঝপথে সিরিজ বন্ধ করতে হলো দুদলকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কিউইদের দ্রুত নিজ দেশে ফেরার পরামর্শ দিয়েছে।
এ দিকে, গতকাল বৃষ্টির কারণে ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়। এরপর লক্ষ্ণৌ ও ইডেন গার্ডেন্সে ফাঁকা গ্যালারিতে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শুক্রবার (১৩ মার্চ) বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজের বাকি দুই ম্যাচ আর মাঠে গড়াবে না। পরবর্তীকালে দুই বোর্ড আলোচনার মাধ্যমে নতুন সূচিতে এই সিরিজ খেলবে বলেও জানানো হয়। উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এছাড়া শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। চীনের পর করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ইউরোপ। এ কারণে ইউরোপকে এখন করোনার মূল কেন্দ্র বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Check Also
বাইডেন শপথের পরই শুরু হতে পারে ট্রাম্পের বিচার
জো বাইডেন ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে এবং কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সাথে সাথে …