আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ও প্রতিকারে গতকাল বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ হলরুমে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন। গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টরু সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবিত কুমার পাল, বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন প্রমূখ। শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারী ও কন্যা শিশুরপ্রতি সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখার জন্য উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।
Check Also
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবীর মা’র মৃত্যুতে শোক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবীর মা জোবেদা বেগমের মৃত্যুতে …