ইকবাল কবির লেমন: বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শনকারী একজন বীর মুক্তিযোদ্ধা। তরুণ বয়সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে স্বাধীন বাংলাদেশ গড়ার সংগ্রামে অংশ নিয়েছিলেন তিনি। ৭১ সালের সেই মহান যুদ্ধে গর্জে উঠেছিলেন । স্বাধীনতার লাল সূর্য এনে দেয়ার পর ইসহাক খান একজন কথাসাহিত্যিক হিসেবে বাংলাদেশসহ বহির্বিশ্বে তাঁর অবস্থান সুদৃঢ় করেছেন। অন্যায়-অবিচার ও অনৈতিকতার বিরুদ্ধে সবসময় প্রতিবাদী ভূমিকা নেয়া কথাসাহিত্যিক ইসহাক খানকে চেনেন না এমন মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই কম। সেই বীরমুক্তিযোদ্ধা ও বরেণ্য লেখক ইসহাক খান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে আবারও গর্জে উঠেছেন। গত ১ মার্চ ঢাকা প্রেসক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অনুসারী পরিষদ, ছাত্র পরিষদ, গণ সংহতি আন্দোলন এবং রাষ্ট্রচিন্তা আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুদ্ধদিনের স্লোগান ‘জয় বাংলা’ কে অপমান করায় প্রতিবাদ জানান বীরমুক্তিযোদ্ধা ও গুণী লেখক ইসহাক খান। সেই সঙ্গে তাদের দেয়া মুক্তিযোদ্ধা পুরস্কারটিও প্রত্যাখ্যান করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
এদিকে সাহসী ও সময়োচিত পদক্ষেপ নেয়ায় বীরমুক্তিযোদ্ধা ও লেখক ইসহাক খানকে অভিনন্দন জানিয়েছেন স্বাধীনতার সুফল ভোগ করা দেশবাসী।
Check Also
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। …