ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬ কোটি ৫২ লাখ টাকা ব্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের দোঘড়িয়া দারুসসুন্নাহ মজিদিয়া দাখিল মাদ্রাসা ও কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর দাখিল মাদ্রাসার (৪ তলা) বহুতল ভবণ এবং গাইবান্ধা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সড়ক বিভাগের বাস্তবায়নে ১ শ’ ১২ কোটি টাকা ব্যায়ে গোবিন্দগঞ্জ-ভায়া-নাকাইহাট সড়ক ও গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট-বিরামপুর-ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রশস্থকরণ কাজের পৃথক ভাবে শুভ উদ্বোধণ করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। ২৩ ফেব্রুয়ারী (রবিবার) এ উপলক্ষে বিকেলে এক আলোচনা সভা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, গাইবান্ধা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম, গাইবান্ধা শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আশীষ কুমার বসু মিয়া, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ সরকার, উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শাকিব খান লেবু, রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলু প্রমূখ।
প্রচ্ছদ / গাইবান্ধার খবর / গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ টি মাদ্রাসার একাডেমিক ভবন ও ২ টি পাকা রাস্তা প্রশস্থকরণ কাজের উদ্বোধন
Check Also
সাঘাটায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় বাবা-মেয়ে আহত
জয়নুল আবেদীন,স্টাফ রিপোর্টারঃ জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাবা জাহিদুল ইসলাম (৫৫) ও …