ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফাঁসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিকনিকের চাঁদা না দেওয়ায় প্রধান শিক্ষক জহিরুল ইসলাম কর্তৃক শিক্ষার্থীদের অতিরিক্ত বেত্রাঘাতে কালোশিরা জখম করে। শিক্ষার্থীরা বাড়ীতে গিয়ে জ্বরে অসুস্থ হয়ে পড়লে শিক্ষার্থীদের অভিভাবকগন বিষয়টি জানতে পেরে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবীতে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী ও সহকারী শিক্ষা অফিসার মামুন মিয়া,এস আই শাহীনুর ইসলাম সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিভাবকদেরকে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।অভিভাবকরা ঐ শিক্ষকের বিচারদাবী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। অভিভাবকদের অভিযোগে জানা যায়,উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলাম গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী পিকনিকের চাঁদা দিতে না পারায় ৫ম শ্রেনীর শিক্ষার্থী দিপু,রাসেল,জুয়েল,শরিফুল,রোহান,নিলাসহ ৩০ জন শিক্ষার্থীকে বেত্রাঘাত করে কালো শিরা জখম করলে এতে শিক্ষার্থীরা বাড়ীতে গিয়ে জ্বরে অসুস্থ হয়ে পড়ে। পরে অভিভাভকরা শিক্ষার্থীদের কাছে বিষয়টি শুনে শনিবার ওই বিদ্যালয়ে এসে ওই শিক্ষকের খোঁজ করেন। এতে গত শনিবার অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় অভিভাবকরা শিক্ষককে না পেয়ে বাড়ীতে ফিরে যান। পরে আজ রবিবার একই ভাবে শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে ওই শিক্ষকের কাছে মারপিটের কারন জানতে চান।এতে অভিযুক্ত প্রধান শিক্ষক উপযুক্ত জবাব দিতে না পারলে অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান,এ বিষয়ে দ্রুত তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রচ্ছদ / গাইবান্ধার খবর / গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের অতিরিক্ত বেত্রাঘাতের বিচার দাবীতে বিদ্যালয় ঘেরাও
Check Also
গোবিন্দগঞ্জে পুকুর থেকে অটোভ্যান চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
মনজুর হাবীব মনজু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় এক অটোভ্যান চালকের …