ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃঃ গাইবান্ধা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল আসাদুজ্জামান বলেছেন সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় উৎসবমুখর ও শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিটি মন্দিরে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।এছারাও গুরুত্বপুর্ন অধিক গুরুত্বপুর্ন মন্ডব গুলোতে অতিরিক্ত নিরাপত্তার পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
শুক্রবার রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কালীমন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষন ও পুজা মন্ডব পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দীলিপ চন্দ্র সাহা,থানার এস আই তয়ন কুমার,এস আই কৃষ্ণ চন্দ্র,ছারাও পুজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।