ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের হাইস্কুল মার্কেটে বম্বে টেইলার্স এন্ড ফেব্রিক্স এর ২য় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা সদরের হাইস্কুল মার্কেটে বোম্বে টেইলার্স এন্ড ফেব্রিক্স এর ২য় শাখার শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,সাবেক এমপি,৩১গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের উপ- নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান,উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সহিদুল ইসলাম বাদশা
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পেশ ইমাম আবু বকর সিদ্দিক।