মনজুর হাবীব মনজু, মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সান্তাহার-লালমনিরহাট রেলরুটের মহিমাগঞ্জ রেলস্টেশনের কাছে দ্রুতগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩০-৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মহিমাগঞ্জ রেলস্টেশনের এক কিলোমিটার উত্তরে দেওয়ানতলা রেল সেতুর (নং-৪৫এফ) দক্ষিণ অংশে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় সেতুর নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জানা গেছে, বেলা ২টা ২০ মিনিটের দিকে লালমনিরহাট থেকে ঢাকা অভিমূখী ৭৫২ নং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে সেতুর নিচে পড়ে যান অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। ট্রেনের দায়িত্বরত লোকোমাস্টার বিষয়টি ফোনে লালমনিরহাটে জানালে সেখান থেকে ফোনে মহিমাগঞ্জ স্টেশন মাস্টারকে জানানো হয়। এ সংবাদ পেয়ে রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেতুর নিচে মৃত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে বোনারপাড়া জিআরপি থানায় জানান। পরে সন্ধ্যায় রেল পুলিশ অজ্ঞাত মৃতদেহটি উদ্ধার করে বোনারপাড়া রেলওয়ে থানায় নিয়ে যায়। মহিমাগঞ্জ রেলস্টেশন মাস্টার প্রসেন কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
সাঘাটায় অগ্নিকান্ডে ৩ টি পরিবারের ঘর-বাড়ি পুড়ে ছাইঃ ১২ লাখ টাকার ক্ষতি
জয়নুল আবেদীন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের বাউলিয়া গ্রামে বৈদ্যুতিক সট্সার্কিট থেকে আগুনের সূত্রপাত …