জয়নুল আবেদীন, বিশেষ প্রতিনিধিঃগাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদীর চর হলদিয়া ইউনিয়নের গাড়ামার সিপি মৌজায় আশ্রায়ণ প্রকল্পের মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি গত রোববার বিকেলে এর উদ্বোধন করেন। এসময় সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, ভূমি সহকারী কর্মকর্তা শাকিল আহম্মেদ, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন,উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রকল্প চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল জলিল,সাবেক ইউপি সদস্য ফজর আলী উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রকল্পটির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ৪০০.২৯৮ মেঃটন গম বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের নিয়ম অনুযায়ী গাড়ামারা সিপি মৌজায় ৮৯৫ ফুট দৈর্ঘ,২০৮ ফুট প্রস্ত এবং ৯ ফুট উচ্চতা মাটিভরাট কাজ করা হবে।