জয়নুল আবেদীন, বিশেষ প্রতিনিধিঃ আসামী দীর্ঘ দিন ধরে আদালতে হাজির না হয়ে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন করার আদেশ প্রদান করেছেন গাইবান্ধার আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট । গত ২৩ জুন দেয়া এ আদেশে বলা হয়েছে- যেহেতু নিম্ন তফশীলে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে এবং যেহেতু ফৌ: দ: বি: আইনে ১৯৯৮ এর ৮৭ এর ৯৮) ধারার বিধানমতে উক্ত আসামীদের বিরুদ্ধে কার্যক্রম গ্রহন করা হয়েছে। যেহেতু সংশ্লিষ্ট আদালতের কারণ রয়েছে ।যেহেতু সংশ্লিষ্ট আদালতের বিচার্থে উক্ত আসামীদের গ্রেফতার/ সোপর্দ এড়াইবার জন্য পলাতক রয়েছে বা আত্মগোপন করেছে । যেহেতু উক্ত আসামীদেরকে শীগ্রই গ্রেফতার করার সম্ভাবনা নেই। এক্ষণে যেহেতু ফৌ: কার্য বিধি ১৮৯৮ এর (৩৩৯)বি: ১ ধারার ক্ষমতা বলে উক্ত আসামীদেরকে নিম্ন তফশীলে তাদের নামের পার্শ্বে বর্ণিত মামলার বিচারে্র জন্য এ আদেশ জারী হইবার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির হইবার নির্দেশ দেওয়া হইল, অন্যথায় নিম্ন বর্ণিত আসামীদের অনুপস্থিতিতেই বিচার কার্য সমাধা করা হইবে। আসামী মো: আতোয়ার হোসেন ব্যাপারী আতা, পিতা মৃত মোজাহার আলী ব্যাপারী সাং বড়াইকান্দি থানা-সাঘাটা , জেলা- গাইবান্ধা । মামলার তারিখ সি আর ১৪৩/ ১৭ সাঘাটা। ধার্য তারিখ ১০/০৭/২০১৯ইং ধারা ৪০৬/৪০১৭/১০৯/৩৪।
প্রচ্ছদ / গাইবান্ধার খবর / গাইবান্ধার সাঘাটায় পলাতক থাকায় আসামীর অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন করার আদেশ
Check Also
গোবিন্দগঞ্জে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
মনজুর হাবীব মনজু,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: বাঙালির গর্ব স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের …