ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ সারা দেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৩ ফেব্রুয়ারী (রোববার) সকাল ৯টা হতে দুপর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। তৃতীয় শ্রেনি হতে ৫ম শ্রেনির শিক্ষার্থীরা ভোট প্রদান করে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। সর্ম্পূণরুপে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলার ২৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনের যাবতীয় প্রক্রিয়ার মধ্যে ভোট গ্রহণ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এসএমসির সভাপতি সাইফুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদুল ইসলাম প্রামানিক, প্রধান শিক্ষক সাজেদা বেগম প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে হতে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ছিলেন নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, ম্যাজিষ্ট্রেট, পুলিশ, আনছার, সাংবাদিক ও পর্যবেক্ষক।