ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট আইএসপি-যত্ন প্রকল্পের বিকল্প উৎস থেকে পরিবার/খানাভিত্তিক তথ্য সংগ্রহ শীর্ষক পরিকল্পনা ও সমন্বয় প্রশিক্ষণ রিফ্রেসার্স কোর্স অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে শনিবার এই কোর্সটি অনুষ্ঠিত হয়। ৫ অক্টোবর শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসপিপি যতœ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মো. কাবেদুল ইসলাম। গাইবান্ধা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোখছানা বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে বক্তব্য রাখেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
প্রচ্ছদ / গাইবান্ধার খবর / গাইবান্ধায় ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট আইএসপি-যত্ন প্রকল্পের পরিকল্পনা ও সমন্বয় প্রশিক্ষণ
Check Also
গোবিন্দগঞ্জে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
মনজুর হাবীব মনজু,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: বাঙালির গর্ব স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের …