ছাদেকুল ইমলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ ১১ মার্চ সকালে গাইবান্ধার ষ্টেশন রোডে গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানের সময় আফরিন কসমেটিকস দোকানে ২০০০ টাকা জরিমানা করেন।
জাহাঙ্গীর নামে ক্রেতার অভিযোগের আলোকে সহকারী পরিচালক আব্দুস ছালাম এই অভিযান পরিচালনা করেন।
জানা যায় বিশ্বব্যাপী ভাইরাস আতঙ্কে জনগন মাস্ক ব্যবহারে হিরিক পড়ে যাওয়ায় মাস্ক বিক্রেতা বেশী দামে বিক্রি করেন মাস্ক। গতকাল জাহাঙ্গীর ঐ দোকানে মাস্ক ক্রয় করেন ১৭০ টাকা দিয়ে কিন্তু এই দাম বেশী মনে হওয়ায় ভোক্তা অধিকারে ফোন করে অভিযোগ করেন। ১১/০৩/২০২০ সকালে গাইবান্ধার ষ্টেশন রোডে আফরিন কসমেটিকস এর মালিক শাহীনকে গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০০০ টাকা জরিমানা ও ভবিষ্যতে বেশী দামে জিনিস বিক্রয় যাতে না করে সতর্ক করেন।
Check Also
সাঘাটায় অগ্নিকান্ডে ৩ টি পরিবারের ঘর-বাড়ি পুড়ে ছাইঃ ১২ লাখ টাকার ক্ষতি
জয়নুল আবেদীন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের বাউলিয়া গ্রামে বৈদ্যুতিক সট্সার্কিট থেকে আগুনের সূত্রপাত …