ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল মতিনের নির্দেশে আজ শুক্রবার গাইবান্ধা সদর,সাঘাটা ওগোবিন্দগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে প্রচারাভিযান এবং সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এছাড়া অভিযান পরিচালনা করা হয় সকল উপজেলায়। এসময় হোমকোয়ারেন্টাইন ভঙ্গ, বিনা প্রয়োজনে বাজারে ঘুরে বেড়ানো, নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত অন্যান্য দোকান খোলা রাখা, মূল্য তালিকা সংরক্ষণ না করা ও সরকারি আদেশ অমান্য করায় মোট ৩২ টি মামলায় চল্লিশ হাজার নয়শত টাকা অর্থদন্ড করা হয়।জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।সবাইকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ হতে অনুরোধ করা হলো।গোবিন্দগঞ্জ উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন।
প্রচ্ছদ / গাইবান্ধার খবর / গাইবান্ধায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ৩২ টি মামলাঃ ৪০ হাজার ৯০০টাকা জরিমানা
Check Also
সাঘাটায় অগ্নিকান্ডে ৩ টি পরিবারের ঘর-বাড়ি পুড়ে ছাইঃ ১২ লাখ টাকার ক্ষতি
জয়নুল আবেদীন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের বাউলিয়া গ্রামে বৈদ্যুতিক সট্সার্কিট থেকে আগুনের সূত্রপাত …