ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের জাতীয় সংসদ উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গাইবান্ধা রিটানিং অফিসারের কার্য্যালয়ে রবিবার (০১ মার্চ) দুপুরে এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জাতীয় পাটির প্রর্থী ছাড়া,বাকি সব প্রর্থীরা উপস্থিত ছিলেন ।
এতে আওয়ামী লীগের উম্মে কুলছুম স্মৃতি (নৌকা), বি.এন.পির ডা:ময়নুল হাসান সাদিক (ধানের শীষ), জাতীয় পাটির ময়নুর রাব্বি (লাঙ্গল) এবং জাসদ প্রার্থী খাদেমুল ইসলাম খুদি (মশাল) মার্কা পেয়েছেন।
আগামী ২১ মার্চ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন । যাচাই বাছাই প্রার্থী মঞ্জুরুল হকের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়। বাকী চার প্রার্থীর মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
জেলা রিটানিং অফিসার মাহবুবুর রহমান জানান, প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে ২১ মার্চ উপ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
Check Also
জমি নিয়ে বিরোধে সাঘাটায় বিমাতা ভাইয়ের হাতে ভাই খুন
জয়নুল আবেদীন , স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বাদিনার পাড়া গ্রামে জমি নিয়ে …