মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : নারীদের কর্মমূখী করার লক্ষে এ্যাকশন এইড বাংলাদেশ এর অর্থায়নে বুধবার বগুড়া গাবতলীর কাগইল বাজারে গাবতলী আসিয়াব এনজিও এর পরিচালনায় মেকিং মার্কেট ওয়ার্ক ফর ওমেন এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন কাগইল ইউপির প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামিম। এসময় প্রজেক্ট কো-অডিনেটর নিলুফার আকতার বানু,ইউপি সদস্য মিকরাইল ইসলাম, সাইফুল ইসলাম, প্রজেক্ট সভাপতি নার্গিস আকতার,সদস্য হাবিবুর রহমান, এনজিও কর্মকর্তা সাধন রায়, ইকবাল হোসেন, কাগইল হাট ইজারাদার দুলাল আকন্দ, ঠিকাদার মোফাজ্জল হোসেন,রুমা আকতার, আ’লীগ নেতা আব্দুল বাছেত,ব্যবসাযী তারিক, রনজু,গোবিন্দ, ধনেশ চন্দ্র, গোপাল চন্দ্র উপস্তিত ছিলেন।
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …