বাঙালি বার্তা ডেস্কঃ বগুড়া থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা গাবতলী সংবাদ এর বার্তা সম্পাদক এম.এ রায়হান কবিরকে প্রাণনাশের হুমকি দিয়েছে একটি বিশেষ গোষ্ঠী। গত ২৮ জুন শুক্রবার আনুমানিক সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে গাবতলী সংবাদের বার্তা সম্পাদক এম.এ রায়হান কবিরের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বাবাকে অকথ্য ভাষা গালিগালাজ ও সাংবাদিক এম.এ রায়হান কবিরকে প্রাণনাশের হুমকি দিয়ে ওই বিশেষ চক্র। এর প্রেক্ষিতে ২৯ জুন গাবতলী মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে লিখিত সাধারণ ডায়েরী করেন সাংবাদিক রায়হান কবির ।তিনি সাধারণ ডায়েরীতে হুমকীদাতা হিসেবে সুখানপুকুর গ্রামের ছানা মিয়ার ছেলে মমিন ওরফে আব্বুল , মৃত অহির উদ্দিনের ছেলে ইয়াছিন ও জনৈক ছানা মিয়া, খোকা মিয়া ও সাজু মিয়ার নাম উল্লেখ করেছেন।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …