
স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার বাইগুনী গ্রামের রাঙ্গা তালুকদারের সঙ্গে ০১ শতক জমির মালিকানা নিয়ে প্রতিবেশী আমেরিকা প্রবাসী শাহ আলম তালুকদারের ছেলে আব্দুর রাজ্জাকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বসলেও সমাধান হয়নি। গত ২১ মার্চ দুপুর ১ টার দিকে রাঙ্গা তালুকদার লোকজন নিয়ে ওই জমিতে দোকান ঘর তুলতে যান। তখন রাজ্জাক ও তার লোকজন এতে বাধা দেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আমেরিকা প্রবাসি আব্দুর রাজ্জাক ও তার ভাই সোহেল সহ ৪ জন আহত হয়। প্রাথমিক অবস্থায় স্থানীয় লোকজন তাদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আব্দুর রাজ্জাকের অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়। রিপোর্ট লেখা পরযন্ত এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।