ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধা জেলা প্রশাসকের বিশেষ বরাদ্দ থেকে গোবিন্দগঞ্জের বেতারা গুচ্ছ গ্রাম ও মাদারপুর এবং জয়পুর পাড়া গ্রামের কর্মহীণ সাঁওতাল পরিবারের মাঝে চাল-ডাল, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে সামাজিক দুরত্ব বজায় রেখে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেতারা গুচ্ছ গ্রাম ও সাপমারা ইউনিয়নের মাদারপুর এবং জয়পুরপাড়া গ্রামের অভাবী ও করোনা ভাইরাসের কারণে সাময়িক কর্মহীণ হওয়া ২শ’ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন। প্যাকেটে খাদ্য সামগ্রী ছাড়াও পরিস্কার পরিছন্ন থাকতে একটি করে সাবান দেয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ান কর্মকর্তা জহিরুল ইসলাম, আদিবাসী নেতা সুফল হেম্ম্রম, স্বপন মিয়া উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন জানান, করোনার কারণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও সাঁওতাল পরিবার গুলি যাতে কোন খাদ্য সংকটে না থাকে এ জন্য জেলা প্রশাসক মহোদয় তাদের কথা চিন্তা করে বিশেষ বরাদ্দ প্রদান করেন। তার নির্দেশে ২শ পরিবারের মাঝে সাবান সহ খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করা হলো। পর্যায়ক্রমে এই গ্রাম গুলিতে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে।
প্রচ্ছদ / গাইবান্ধার খবর / গোবিন্দগঞ্জের বেতারা গুচ্ছগ্রাম ও সাঁওতাল পল্লীতে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
Check Also
গোবিন্দগঞ্জে পুকুর থেকে অটোভ্যান চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
মনজুর হাবীব মনজু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় এক অটোভ্যান চালকের …