ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছয় রাউন্ড গুলিভর্তি রিভলভারসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (০২ অক্টোবর) বিকেল ৫টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকা থেকে তাদের কে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেন। গ্রেফতাররা হলেন- উপজেলার গাছাবাড়ি গ্রামের মৃত মোসলেমের ছেলে মজনু (২৫) ও অনন্তুপুর গ্রামের মোকলেছের ছেলে মোহাব্বত আলী গাদু (৩৬)। পরে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের পাশে গাছাবাড়ি গ্রামে ডাকাত মজনুর বাড়ির ঘরের মেঝেতে পুঁতে রাখা গুলিভর্তি রিভলবারটি উদ্ধার করা হয়।
গাইবান্ধা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান, মজনু ও গাদু জেলার চিহ্নিত ডাকাত। তারা পথচারী ও যানবাহন আটকিয়ে যাত্রীদের মাথায় রিভলবার ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিতেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ফাঁসিতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মজনুর বাড়ি থেকে গুলি ভর্তি রিভলবার উদ্ধার করা হয়।
Check Also
বাবার মৃত্যুর ১৯ দিন পর জন্ম নিলো দুর্ঘটনায় নিহত পরমাণু প্রকৗশলীর দ্বিতীয় সন্তান
মনজুর হাবীব মনজু,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাওছার …