মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শুক্রবার রাতে শাওন (২৮) নামের এক অটোরিকশা চালককে হত্যা করে তার রিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৯ টায় শহরের কামারগাড়ি রেলগেটের পাশের রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সে গাবতলী উপজেলার বাগবাড়ি নিজ গ্রামের বুলু মিয়ার ছেলে এবং বগুড়া শহরের চকফরিদ কলোনিতে ভাড়া বাসায় থাকতো। বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত শাওন শুক্রবার সকােেল শহরের একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর সারাদিন ও রাতে তার খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয়রা রেললাইনের পার্শ্বে লাশ দেখে সদর থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানিয়েয়েছেন, শুক্রবার রাতে দুর্বৃত্তরা তার রিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কারা তাকে হত্যা করেছে তা তদন্ত চলছে। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি এবং কেউ গ্রেফতারও হননি।
Check Also
সোনাতলায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারঃ দুই চোর আটক
বাঙালি বার্তা ডেস্কঃ বগুড়ার সোনাতলায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আন্ত:জেলা মোটরসাইকেল চোরদলের দুইজন সদস্যকে …