জয়নুল আবেদীন, বিশেষ প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, চিকিৎসা সেবা গ্রামের মানুষে দোরগোড়ায় পৌছে দিতে বঙ্গবন্ধু কন্যা জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক সৃষ্টি করেছে। এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের প্রতিটি মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত হচ্ছে। গ্রামীণ জনপদের মানুষ বিশেষ করে অসহায় মা শিশু ক্লিনিক গুলো থেকে চিকিৎসা নিতে পাচ্ছে।
সাঘাটা উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো মডেল হিসেবে তৈরী, হাইপার টেনশন ও ডায়াবেটিস বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে গতকাল শুক্রবার বিকেলে উদয়ন স্বাবলম্বী সংস্থা আয়োজিত সংস্থা চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গাইবান্ধা জেলা সিভিলসার্জন এবিএম আবু হানিফের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নাজমুল হুদা দুদু, উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক সাহাদত হোসেন মন্ডল প্রমূখ ।
প্রচ্ছদ / গাইবান্ধার খবর / চিকিৎসা সেবা গ্রামের মানুষের দোরগোড়ায় পৌছাতে সরকার কমিউনিটি ক্লিনিকের সৃষ্টি করেছে – ডেপুটি স্পীকার
Check Also
গোবিন্দগঞ্জে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
মনজুর হাবীব মনজু,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: বাঙালির গর্ব স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের …