মনজুর হাবীব মনজু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ সকল চিনিকল বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবং চিনিশিল্প রক্ষার দাবীতে শনিবার মহিমাগঞ্জে আধাকিলোমিটার দীর্ঘ একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিকল আঁখ চাষী ফেডারেশন এর কেন্দ্রীয় যৌথ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে বেসরকারি চিনিকলের দালাল দূর্নীতিবাজ আমলাদের অপসারণ ও বিচার দাবী করা হয়।
শনিবার সকাল ১১টা থেকে রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে থেকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের দু’পাশে আধাকিলোমিটার এলাকায় দাঁড়ানো সহস্রাধিক আঁখ চাষী ও শ্রমিক-কর্মচারী স্বত:স্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন। রংপুর চিনিকল আঁখ চাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধানের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এমএ মতিন মোল্লা, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আমিন শিমুল, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, আঁখ চাষী নেতা আব্দুর রশীদ ধলু, আলহাজ¦ শামসুল ইসলাম ও রংপুর চিনিকল ইক্ষুউন্নয়ণ কর্মী সংসদের সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমূখ। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তারা কৃষি ও জনবান্ধব এ সরকারের সময়ে সরকারি চিনিকলগুলো বন্ধ করে বেসরকারি চিনিকল সিন্ডিকেটের হাতে চিনির বাজার তুলে দেয়ার গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণকারী আমলাদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার পাশাপাশি আধুনিকায়নের মাধ্যমে চিনিশিল্পকে রক্ষার দাবী জানান।
Check Also
জমি নিয়ে বিরোধে সাঘাটায় বিমাতা ভাইয়ের হাতে ভাই খুন
জয়নুল আবেদীন , স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বাদিনার পাড়া গ্রামে জমি নিয়ে …