বাঙালি বার্তা ডেস্কঃ বৃহস্পতিবার সকালে সোনাতলা পৌর মিলনায়তনে ‘সোনাতলার ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হযেছে। সেনাতলার সর্বস্তরের খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সোনাতলা পৌরসভার প্যানেল মেয়র তাহেরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ সদস্য অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সোনাতলার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের উন্নয়নে বিগত দিনে বগুড়া-১ আসনের কর্মবীর জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের নেতৃত্বে ব্যাপক কর্মকান্ড সাধিত হয়েছে। অনেক কর্মকান্ড বাস্তবায়নাধীন আছে। আগামী দিনে সোনাতলায় ক্রীড়ার উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহন করা হবে।সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকান্ড অব্যাহত রেখে সোনাতলাকে সুস্থ সংস্কৃতির নগরীতে পরিণত করা হবে। সেই লক্ষ্যে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্রীড়া,সাহিত্য,সংস্কৃতি,শিক্ষা যোগাযোগ ও কৃষিবান্ধব জাতীয় সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নানকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, সোনাতলা সাহিত্য-সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদ’ ১৮ এর আহ্বায়ক ও মুক্তাঙ্গনের সাধারণ সম্পাদক মহসীন আলী তাহা, যুগ্ম আহ্বায়ক ও দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমন, যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল, সোনাতলা সাহিত্য-সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদ’ ১৮ এর সদস্য সচিব ও আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরুল, সদস্য ছানাউল ইসলাম রিজু, সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি উজ্জল হোসেন খোকন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহ আলম, শিবলু, ফুটবলার জুয়েল,হাসনা হেনা খেলাঘরের সভাপতি নওশীন নীহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল জলিল মোল্লা, সোনাতলা লালন সঙ্গীত একাডেমির সভাপতি রিবু ইসলাম, সোনাতলা থিয়েটারের সাধারণ সম্পাদক শিমন আহম্মেদ বাদল, ভোর হলোর সভাপতি শাহাদৎজামান শাহীন, হুয়াকুয়া ছাত্র সংগঠনের সাবেক সভাপতি কাইয়ুম হোসেন, আনন্দ শিল্পী গোষ্ঠীর লিটন ও ছানাউল ইসলাম ছানা। মতবিনিময় সভা সঞ্চালন করেন সোনাতলা সাহিত্য-সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদ’ ১৮ এর যুগ্ম আহ্বায়ক ও সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল।
প্রচ্ছদ / বগুড়ার খবর / জননেতা আব্দুল মান্নানের নেতৃত্বে সোনাতলার ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে-অ্যাড.মিনহাদুজ্জামান
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …