জয়নুল আবেদীন , স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বাদিনার পাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মৃত ইজ্জতউল্যার ছেলে আজির হোসেন (৬৫) নামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বিমাতা ভাইয়ের হাতে গতকাল বৃহস্পতিবার সকালে খুন হয়েছে।
জানা যায়, নিহত আজির হোসেনের সাথে তার বিমাতা ভাই আব্দুস ছাত্তারের দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে কলোহবিবাদ চলে আসছিল। সেই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বি-মাতা বড় ভাই আব্দুস ছাত্তার সহ তার লোকজনের হাতে আজির হোসেন গুরুতর ভাবে আহত হয়। বাড়ির লোকজন সাথে সাথে আহত আজির হোসেনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা হাসপাতালে নিলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Check Also
সাঘাটায় যমুনার বিশাল চর জুড়ে সবুজের সমারোহ
জয়নুল আবেদীন , স্টাফ রিপোর্টারঃ দিনদিন পাল্টে যাচ্ছে যমুনা নদীর অবয়ব। নদী হারাচ্ছে তার বৈশিষ্ট। …