ইকবাল কবির লেমন,বাঙালি বার্তাঃ জাতীয় পর্যায়ে ৫০ ও ৫৫ কেজি বিভাগে জুডো প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ী সোনাতলার কৃতি সন্তান মিজানুর রহমান পলাশকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলার আগুনিয়াতাইড় গ্রামের রিসা,রোমান,মিশু ও সালেহিন।সম্প্রতি এপিএল শর্টপিচ টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।মিজানুর রহমান পলাশ উপজেলার আগুনিয়াতাইড় (মাগুড়া পাড়া) গ্রামের সামসুল ইসলাম মণ্ডলের একমাত্র পুত্র। পলাশ আগামী দিনে এলাকার সুনামসহ তার সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া চেয়েছেন।
কৃতি খেলোয়াড় পলাশের এ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন বাঙালি বার্তা ডটকম এর সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল,টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম,আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল ও পরিবেশ উন্নয়ন পরিবারের সভাপতি ইমরান এইচ মণ্ডল।