সরু দীর্ঘ রেল লাইনের
দু’পাশ জুড়ে জীর্ণ ঘর
নিতান্তই একটি বস্তিমহল
নিম্ন আয়ের মানুষের নিংড়ানো আবাস ।
যাদের হাড্ডিসার বুকের বাম পাজর
আঁখিজোড়া নিরবে মিলান
নাকের উপর লাল রগ
টন টন করছে মুখের বিভায় ।
একমাত্র নিথর নিস্তব্ধ শ্মশান
দেহটা বৃহস্পতির সূর্য কংকাল,
থালার আর্ত চিৎকারে
পা ধরার করুণ পরিহাস
ফ্লাইওভার-এর উপর !
নিশিতে বিচরণকারী মশাদের
অতল তিমিরে রক্ত চোষা,
বৈশাখের ক্ষিপ্র ঝড়ো হাওয়ায়
ফেনের পাতা মাথায় দিবা-রাত্রি ।
রবির অনলের তাপে খিতখিতে শরীরে
ঘামে জমে কর্দমাক্ত
দেখলেই মুখ উগলিয়ে বমি আসে !
চোখের নিচে জমেছে অমাবশ্যার দাগ
কালো কুতকুতে ছিন্ন জামা পরনে
রশির মত জঠাধরা কেশে
দুটি চোখের পাঁপড়ি উন্মুখ
জনতার কোলাহলে !
ডাষ্টবিনের পঁচা খাবার নিত্য মুখে
বিশ্রী কালো কাকের সাথে,
থেকে থেকে অসহ্য ভাবে
ঘেউ ঘেউ করে উঠে নেড়ি কুকুরের দল
ভয়ে আঁতকে উঠে
বিধাতার দেওয়া হৃৎপিন্ড
Check Also
কর্মবীর আব্দুল মান্নানঃ তুখোড় ছাত্রনেতা থেকে জনপ্রিয় জাতীয় নেতা – – ইকবাল কবির লেমন
নিজের মেধা-মনন আর সাহসীকতায় বিশ্বলোকের কেউ কেউ হয়ে ওঠেন স্বত্বায়-চেতনায় স্বকীয়। নাম উচ্চারণ করলেই তাদের …