যে কোন জীবন থেমে যেতে পারে,
এক মুহুর্তে আটকে যেতে পারে পা।
নিঃশ্বাস থামলো বলে-এমন আশংকায়
ছোট্র একটা রেড সিগন্যাল দিয়ে
সেকেন্ডেই বন্ধ হয়ে যেতে পারে,
হৃদয়ের সবগুলো দরোজা!
সে সব জেনেও আমরা হাঁটছি।
একটা সেলাই করা গন্তব্যের দিকে
হেঁটে যেতে যেতে ভুলে যাচ্ছি-
যে কোন মুহূর্তেই পা থেকে
খসে যেতে পারে আমাদের পথ।
Check Also
বসন্ত বাতাসের উচ্ছ্বাসভরা দিনে সোনাতলার ছয় স্থানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা
ইকবাল কবির লেমনঃ বসন্ত বাতাসের উচ্ছ্বাসভরা দিনে বগুড়ার সোনাতলা উপজেলার ছয় স্থানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির …