একটি পিঁপড়া আমার কপাল বেয়ে
ঘাড়ের দিকে নেমে এসেছে।
আমি কিছু বলছি না,
আমি জানি
সে পাহাড় থেকে নামছে,
সে উড়তে পারে না,
আমার মত তারও
পাখি হবার কথা ছিল।
Check Also
ড.আজাদুর রহমানের কবিতা
তোমার দুঃস্থ আঙুল থেকে যা কিছুই ঝরে পড়ুক শব্দে অথবা নিঃশব্দে, যা কিছুই তুমি বলো …