বৃষ্টি হচ্ছে খুব,
গাছেরা পাখিরা ফুলেরা চঞ্চল তাই,
মানুষেরা পারছে না,
তাদের মুখে হাসি নেই,
কথা নেই, কবিতা নেই,
চোখের জলে সার সার লাশ
ভেসে যাচ্ছে,
তারা মারা যাবে, জেনেও
রাজি হচ্ছে না,
ঈশ্বরে বিশ্বাস করেও
কেউ কাছে যেতে চাইছে না!
স্বপ্ন নেই, শুধু শুধু
ঘুমের মধ্যে মানুষ পাথর হয়ে যাচ্ছে।
Check Also
ড.আজাদুর রহমানের কবিতা
তোমার দুঃস্থ আঙুল থেকে যা কিছুই ঝরে পড়ুক শব্দে অথবা নিঃশব্দে, যা কিছুই তুমি বলো …