কোথায় যাবে তুমি,
কার কাছে গিয়ে বলবে-
ভালবাসি,
প্রত্যেকেই ভিখিরি,
অসুস্থ্য হয়ে আছে প্রত্যেকের হৃদয়।
কোথায় যাবে তুমি,
সবখানে দুঃসংবাদ
দূঃখ তোমার পায়ে পায়ে,
পিছু পিছু,
অদৃশ্য কালো ইঁদুর,
তুমি হাঁটছো,
সেও হাঁটছে!
Check Also
সাকি সোহাগ এর কবিতা ‘কত ফাগুন এলো গেল’
কত ফাগুন এলো গেল কত গাছের পাতা ঝড়ল কত ফুলে মুখরিত হল এই প্রকৃতি; শুধু …