সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ উদ্দিন আকন্দ বলেছেন,‘তেকানী চুকাইনগর ইউনিয়নবাসীর সেবায় বিগত সময় যেমন পাশে ছিলাম তেমনি আজীবন তাদের পাশে থেকে সেবা করতে চাই।
সোমবার ইউনিয়নটির কাচারী বাজারে জনসংযোগকালে তিনি একথাগুলো বলেন। এ সময় এলাকার মানুষ তাঁর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন ও তাঁকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
জনসংযোগকালে তাঁর সাথে ছিলেন মোকাররম হোসেন, জুলফিকার আলী ভুট্টো, আশিকুর রহমান,প্রিন্স, রনি, ইব্রাহিম প্রমূখ।